ইতিহাস:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিসভাকে সাচিবিক সহায়তা প্রদানের উদ্দেশে ১৯৭২ সালে মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রণালয় (Ministry of Cabinet Affairs)-এর অধীনে একটি বিভাগ হিসাবে মন্ত্রিপরিষদ বিভাগ গঠন করা হয়৷ ১৯৭৫ সালে মন্ত্রিপরিষদ বিভাগকে রাষ্ট্রপতির সচিবালয়ের অধীনে এবং পরবর্তী সময়ে মন্ত্রিপরিষদ সচিবালয়ের অধীনে ন্যস্ত করা হয়৷ ১৯৮২ সালে মন্ত্রিপরিষদ বিভাগকে প্রধান সামরিক আইন প্রশাসকের সচিবালয়ের আওতাভুক্ত করা হয় এবং ১৯৮৩ সালে মন্ত্রিপরিষদ বিভাগকে পুনরায় রাষ্ট্রপতির সচিবালয়ের অধীন ন্যস্ত করা হয়৷ সংসদীয় সরকার ব্যবস্থার সঙ্গে সংগতি রেখে ১৯ অক্টোবর ১৯৯১ তারিখে একটি স্বয়ংসম্পূর্ণ প্রশাসনিক বিভাগ হিসাবে বর্তমান মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত হয়৷ Allocation of Business Among the Different Ministries and Divisions (Schedule 1 of the Rules of Business, 1996)-এর ক্রমিক ৪-এ মন্ত্রিপরিষদ বিভাগের অবস্থান৷ মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে এ বিভাগ সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পরিচালিত ৷
কার্যাবলি:
১৷ মন্ত্রিসভা ও কমিটিসমূহের সাচিবিক সহায়তা প্রদান ৷
২৷ মন্ত্রিসভা ও কমিটিসমূহের কাগজ ও দলিলপত্র এবং সিদ্ধান্তসমূহের হেফাজত ৷
৩৷ মন্ত্রিসভা ও কমিটির সিদ্ধান্তসমূহের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা ৷
৪৷ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর পারিতোষিক ও বিশেষ অধিকার ৷
৫৷ রাষ্ট্রপতির দায়মুক্তি ৷
৬৷ রাষ্ট্রপতির শপথ গ্রহণ পরিচালনা এবং রাষ্ট্রপতির পদত্যাগ ৷
৭৷ কার্যবিধিমালা এবং মন্ত্রণালয় ও বিভাগসমূহের মধ্যে কার্যবন্টন ৷
৮৷ তোষাখানা ৷
৯৷ পতাকা বিধিমালা, জাতীয় সঙ্গীত বিধিমালা এবং জাতীয় প্রতীক বিধিমালা৷
৯ক। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন।
১০৷ প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রিগণের নিয়োগ ও পদত্যাগ এবং তাঁদের শপথ পরিচালনা ৷
১১৷ ভ্রমণভাতা ও দৈনিক ভাতা ব্যতীত প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রিগণ সম্পর্কিত সাধারণ সেবা ৷
১১ ক৷ দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সকল বিষয় ৷
১২৷ যুদ্ধ ঘোষণা ৷
১৩৷ সচিব কমিটি ও উপ-কমিটিসমূহ ৷
১৪৷ উপজেলা, জেলা ও বিভাগসমূহের সাধারণ প্রশাসন ৷
১৫৷ পদমানক্রম ৷
১৬৷ ফৌজদারী বিচার পরিবীক্ষণ ৷
১৭৷ আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনয়ন প্রদান ৷
১৮৷ প্রশাসনিক সংস্কার/পুনর্গঠন সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) ৷
১৯৷ এ বিভাগের আর্থিক বিষয়সহ প্রশাসন ৷
২০৷ এ বিভাগের অধঃস্তন দপ্তর ও সংস্হাসমূহের প্রশাসন ও তত্ত্বাবধান ৷
২১৷ আন্তর্জাতিক সংস্হাসমূহের সাথে লিয়াজোঁ এবং এই বিভাগে বরাদ্দকৃত বিষয়সমূহ সম্পর্কে অন্যান্য দেশ ও বিশ্বসংস্হার
সাথে চুক্তি ও সমঝোতা সম্পর্কিত বিষয়সমূহ ৷
২২৷ এ বিভাগে বরাদ্দকৃত বিষয়ে সকল আইন ৷
২৩৷ এ বিভাগে বরাদ্দকৃত যে কোন বিষয়ে তদন্ত ও পরিসংখ্যান ৷
২৪৷ আদালতে গৃহীত ফি ব্যতীত এ বিভাগে বরাদ্দকৃত যে কোন বিষয় সম্পর্কিত ফি ৷
২৫৷ জাতীয় পুরস্কার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানসমূহ ৷
২৬৷ আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সাধন ৷