Wellcome to National Portal
মন্ত্রিপরিষদ বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

  • ৭। আইসিটি সেল

    • ১৮। সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার

      •  

        মন্ত্রিপরিষদ বিভাগের হার্ডওয়্যার মেইন্টেন্যান্স এবং নেটওয়ার্কের নিরাপত্তা (Network Security) নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

        প্রধানমন্ত্রীর কার্যালয়, সকল বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং সকল জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্সিং প্রোগ্রাম পরিচালনা ও সমন্বয় সাধন;

        মন্ত্রিপরিষদ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগস্থ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সার্বক্ষণিক ব্রডব্যাণ্ড ইন্টারনেট সংযোগ সচল রাখা, রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ইত্যাদি সংক্রান্ত যাবতীয় কার্যাবলি সম্পাদন;

        মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন সার্ভারসমূহ যথা ফাইল সার্ভার, মেইল সার্ভার, প্রক্সিসার্ভার, এন্টিভাইরাস সার্ভার ইত্যাদির কার্যক্রম সচল রাখার যাবতীয় ব্যবস্থা গ্রহণ, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন ইত্যাদি সংক্রান্ত যাবতীয় কার্যাবলি তদারকিকরণ;

        মন্ত্রিপরিষদ বিভাগ এবং এর অধিক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত যাবতীয় কারিগরি কাজ তথা হার্ডওয়্যার, নেটওয়ার্ক, সার্ভার, ইন্টারনেট এ-সংক্রান্ত বাজেট এবং পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়ন ;

        মন্ত্রিপরিষদ বিভাগে স্থাপিত  ওয়াই-ফাই  (Wi-Fi) বা পরবর্তী উন্নত প্রযুক্তি সমৃদ্ধ ওয়্যারলেস ভিত্তিক লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN), ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN), নেটওয়ার্ক ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম তদারকিকরণ;

        মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত 'তথ্য নিরাপত্তা' গাইডলাইন বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;     

        মন্ত্রিপরিষদ বিভাগের টিওএণ্ডইভুক্ত সকল কম্পিউটার সংরক্ষণ, উন্নয়ন সংক্রান্ত যাবতীয় কার্যাবলি তদারকিকরণ;

        মন্ত্রিপরিষদ বিভাগের ক্রয়কার্যে ই-প্রকিউরমেন্ট সংক্রান্ত কার্যাবলি সম্পাদন;

        ১০

        মন্ত্রিপরিষদ বিভাগে ব্যবহার অনুপযোগী সকল আইসিটি-সংশ্লিষ্ট যন্ত্রপাতির প্রতিবেদন প্রণয়ন ও অকেজো ঘোষণাকরণ-সংক্রান্ত কাজ তদারকিকরণ এবং আইসিটি যন্ত্রনাংশ ক্রয়ের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির টেকনিক্যাল স্পেসিফিকেশন প্রস্তুতকরণ;

        ১১

        মাঠ পর্যায়ে ই-সেবা, জাতীয় তথ্য বাতায়ন, মাল্টিমিডিয়া ক্লাস রুম, ডিজিটাল সেন্টার এবং আইসিটি বিষয়ক কার্যক্রম পরিদর্শন ও প্রতিবেদন প্রণয়ন সংক্রান্ত কার্যাবলি; এবং

        ১২

        ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কাজ।

    • ১৯। সহকারী সিস্টেম এনালিস্ট

      • চলমান ডাটা সংগ্রহ, বিভিন্ন ফরমের উন্নয়ন, নতুন ফরমের উদ্ভাবন, বিদ্যমান সফট্‌ওয়্যারসমূহের ক্রমাগত উন্নয়ন ও হালনাগাদকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

         মন্ত্রিপরিষদ বিভাগের APAMS সফট্‌ওয়্যার উন্নয়ন সংক্রান্ত কাজ সম্পাদন;

        মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাগণ কর্তৃক ব্যবহৃত সরকারি ই-মেইল একাউন্ট সংক্রান্ত কাজ;

        মন্ত্রিপরিষদ বিভাগে ইলেক্ট্রনিক ডাক, ডিজিটাল সিগনেচার, ইলেক্ট্রনিক ফাইল, ইলেক্ট্রনিক রেকর্ড কিপিং প্রভৃতি কাজে সহযোগিতা প্রদান;

        মন্ত্রিপরিষদ বিভাগে স্থাপিত ভিডিও কনফারেন্সিং সিস্টেম সংশ্লিষ্ট কারিগরি কাজ সম্পাদন;

        মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন শাখা/অধিশাখার কম্পিউটার সিস্টেম উন্নয়ন, প্রোগ্রাম প্রণয়ন, নতুন কম্পিউটার সংগ্রহ, প্রোগ্রাম ইন্সটলেশন এবং আইসিটি সংক্রান্ত যন্ত্রপাতির টেকনিক্যাল স্পেসিফিকেশন প্রস্তুতকরণে সহযোগিতা প্রদান;

        মাঠ পর্যায়ের ই-সেবা, জাতীয় তথ্য বাতায়ন, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল সেন্টার এবং আইসিটি বিষয়ক অন্যান্য কার্যক্রম পরিদর্শন ও প্রতিবেদন প্রণয়ন-সংক্রান্ত কাজ;

        মন্ত্রিপরিষদ বিভাগের ফাইল সার্ভার কার্যক্ষম রাখার যাবতীয় ব্যবস্থা গ্রহণ এবং চাহিদা অনুযায়ী নতুন ইউজার তৈরিকরণ এবং ডাটা ডাটা ব্যাক-আপ গ্রহণ নিশ্চিতকরণ;

        ফাইল সার্ভারের important_activities ইউজারে কর্মকর্তাগণের তথ্যাদি (নাম, পদবি, শাখা/অধিশাখা/অনুবিভাগ, ইন্টারকম, দাপ্তরিক ও আবাসিক টেলিফোন নম্বর, মোবাইল নম্বর, ফ্যাক্স নম্বর ,ই-মেইল ইত্যাদি) হালনাগাদকরণ;

        ১০

        মন্ত্রিপরিষদ বিভাগে স্থাপিত সার্ভার, লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN), ওয়াইড এরিয়া নেটওয়ার্ক  (WAN), ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবস্থাপনার সার্বিক কাজ সম্পাদন;

        ১১

        সিনিয়র মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ারকে প্রয়োজনীয় কাজে সহযোগিতা প্রদান;

        ১২

        ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কাজ।

    • ২০। মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার

      • মন্ত্রিপরিষদ বিভাগের টিওএন্ডইভুক্ত কম্পিউটার, সার্ভার, নেটওয়ার্ক যন্ত্রাংশ, ভিডিও কনফারেন্স সিস্টেম এবং আইসিটি সংক্রান্ত সকল যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ;

        মন্ত্রিপরিষদ বিভাগে ব্যবহার অনুপযোগী সকল আইসিটি-সংশ্লিষ্ট যন্ত্রপাতির প্রতিবেদন প্রণয়ন ও অকেজো ঘোষণাকরণ-সংক্রান্ত কাজ সম্পাদন এবং আইসিটি যন্ত্রনাংশ ক্রয়ের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির টেকনিক্যাল স্পেসিফিকেশন প্রস্তুতকরণ;

        মন্ত্রিপরিষদ বিভাগে স্থাপিত সার্ভার, ওয়ার্কস্টেশন, লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN), ওয়াইড এরিয়া নেটওয়ার্ক  (WAN), ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবস্থাপনার সার্বিক কাজ সম্পাদন;

        মন্ত্রিপরিষদ বিভাগে স্থাপিত ভিডিও কনফারেন্সিং সিস্টেম-সংশ্লিষ্ট কারিগরি কাজ সম্পাদন;

        মন্ত্রিপরিষদ বিভাগে ব্যবহার অনুপযোগী সকল আইসিটি-সংশ্লিষ্ট যন্ত্রপাতির প্রতিবেদন প্রণয়ন ও নিষ্পত্তিকরণ;

        মন্ত্রিপরিষদকক্ষ এবং মন্ত্রিপরিষদ বিভাগস্থ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থাপিত কম্পিউটার যন্ত্রাংশ এবং ইন্টারনেটের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ;

        মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাগণের ইন্টারনেট ব্যবহারে সহযোগিতা প্রদান;

        মন্ত্রিপরিষদ বিভাগের সকল কম্পিউটার এন্টি-ভাইরাস সফট্‌ওয়্যারের কার্যকারিতা নিয়মিতভাবে পরীক্ষাকরণ এবং প্রয়োজনীয় ট্রাবলস্যুটিং নিশ্চিতকরণ;

        মন্ত্রিপরিষদ বিভাগের ফাইল সার্ভার কার্যক্ষম রাখার যাবতীয় ব্যবস্থা গ্রহণ এবং এর রক্ষণাবেক্ষণসহ  ফাইল সার্ভারের ডাটা ব্যাক-আপ গ্রহণ নিশ্চিতকরণ এবং চাহিদা অনুযায়ী ইউজারকে ডাটা ব্যাক-আপ প্রদান ও নতুন ইউজার তৈরিকরণ;

        ১০

        মন্ত্রিপরিষদকক্ষ এবং সভাকক্ষের  ডিসপ্লে/টিভি কার্যক্ষম রাখা এবং বিভিন্ন সভায় পাওয়ারপয়েন্ট উপস্থাপনে সহযোগিতা প্রদান; এবং

        ১১

        ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কাজ।

    • ২১। সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার

      • মন্ত্রিপরিষদ বিভাগে স্থাপিত সার্ভার, ওয়ার্কস্টেশন, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবস্থাপনা ‌ও সুষ্ঠু ব্যবহারে সহযোগিতা প্রদান;

        মন্ত্রিপরিষদ বিভাগে স্থাপিত ভিডিও কনফারেন্সিং সিস্টেম পরিচালনার কাজ সম্পাদন;

        মন্ত্রিপরিষদ বিভাগে স্থাপিত কম্পিউটার ল্যাবের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ;

        মন্ত্রিপরিষদ বিভাগের টিওএন্ডইভুক্ত কম্পিউটার, সার্ভার, নেটওয়ার্ক যন্ত্রাংশ, ভিডিও কনফারেন্স সিস্টেম এবং আইসিটি সংক্রান্ত সকল যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ;

        মন্ত্রিপরিষদ কক্ষ এবং মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে সকল আইসিটি যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, ইন্টারনেট সুবিধা প্রদান, নিয়মিত ট্রাবলস্যুটিং ইত্যাদি কাজ সম্পাদন;

        মন্ত্রিপরিষদ বিভাগের সকল কম্পিউটারের এন্টি-ভাইরাস সফট্ওয়্যারের কার্যকারিতা নিয়মিতভাবে পরীক্ষাকরণ এবং প্রয়োজনীয় ট্রাবলস্যুটিং নিশ্চিতকরণ;

        ফাইল সার্ভার রক্ষণাবেক্ষণ এবং ডাটা ব্যাক-আপে  সহযোগিতা প্রদান;

        আইসিটি সংশ্লিষ্ট হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক সংক্রান্ত নথিপত্র সংরক্ষণ; এবং

        উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কাজ।

    • ২২। সহকারী প্রোগ্রামার

      • মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন, বিধি, নীতিমালা, পরিপত্র ইত্যাদি নিয়মিতভাবে ওয়েবসাইটে প্রকাশ, ওয়েবসাইট হালনাগাদকরণ এবং নিয়মিত ওয়েবসাইটের ডাটা ব্যাক-আপ নিশ্চিতকরণ;

        মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন শাখা/অধিশাখার চাহিদা অনুযায়ী সফট্ওয়্যার তৈরি ও প্রোগ্রাম ইন্সটলেশন ইত্যাদি কাজ সম্পাদন;

        মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক বাস্তবায়িত সফট‌্ওয়্যারের সোর্স কোডসহ ডাটাবেইজ রক্ষণাবেক্ষণ;

        মন্ত্রিপরিষদ বিভাগে স্থাপিত ভিডিও কনফারেন্সিং সিস্টেম পরিচালনা করা;

        সফট্‌ওয়্যার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ; এবং

        মন্ত্রিপরিষদ বিভাগে স্থাপিত কম্পিউটার যন্ত্রাংশ এবং ইন্টারনেটের ট্রাবলস্যুটিং নিশ্চিতকরণ;

        উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য কাজ।